| ফ্যাক্ট চেক

অপরাধীদের পুলিশ প্রশ্রয় দেওয়ার ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য

২ নভেম্বর ২০২৫




সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, খুনিরা খুন করে লাশ জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর পুলিশ সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছে।

তবে এই দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের দৃশ্য ধারণের ফুটেজ।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে, ‘Arman Raj’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ক্রাইম পেট্রোল নামে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি নাটিকার দৃশ্য। যেটি প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলা-তে প্রচারিত হয়। 

‘Arman Raj’ নামে ফেসবুক অ্যাকাউন্টটিতে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত আরেকটি পোস্টের ছবিতে পুলিশের পোশাকে একই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এই পোস্টের ক্যাপশনে লেখা, ‘আসামী ধরতে যাচ্ছি। ATN Bangla নিয়মিত ধারাবাহিক "ক্রাইম পেট্রোল" এর শুটিং স্পট থেকে।’

এই ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের পোশাকে একই ব্যক্তির একাধিক (, , ) সেলফি ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওতেও তিনি ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের শুটিং স্পটে থাকার কথা উল্লেখ করেন। 

তাছাড়া, ‘ক্রাইম পেট্রল বিডি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও ভিডিওতে থাকা ব্যক্তিকে একাধিক নাটিকাতে (, ) অভিনয় করতে দেখা গিয়েছে। 

অর্থাৎ, ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের দৃশ্য ধারণের ভিডিওকে খুনিদের বাংলাদেশ পুলিশ প্রশ্রয় দিচ্ছে বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।


তথ্যসূত্র

Arman Raj - Facebook Video 

Crime Patrol BD - Youtube Video 



আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

অপরাধীদের পুলিশ প্রশ্রয় দেওয়ার ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য

}

২ নভেম্বর ২০২৫

<p>অপরাধীদের পুলিশ প্রশ্রয় দেওয়ার ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য</p>


সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, খুনিরা খুন করে লাশ জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর পুলিশ সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছে।

তবে এই দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের দৃশ্য ধারণের ফুটেজ।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে, ‘Arman Raj’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ক্রাইম পেট্রোল নামে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি নাটিকার দৃশ্য। যেটি প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলা-তে প্রচারিত হয়। 

‘Arman Raj’ নামে ফেসবুক অ্যাকাউন্টটিতে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত আরেকটি পোস্টের ছবিতে পুলিশের পোশাকে একই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এই পোস্টের ক্যাপশনে লেখা, ‘আসামী ধরতে যাচ্ছি। ATN Bangla নিয়মিত ধারাবাহিক "ক্রাইম পেট্রোল" এর শুটিং স্পট থেকে।’

এই ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের পোশাকে একই ব্যক্তির একাধিক (, , ) সেলফি ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওতেও তিনি ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের শুটিং স্পটে থাকার কথা উল্লেখ করেন। 

তাছাড়া, ‘ক্রাইম পেট্রল বিডি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও ভিডিওতে থাকা ব্যক্তিকে একাধিক নাটিকাতে (, ) অভিনয় করতে দেখা গিয়েছে। 

অর্থাৎ, ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের দৃশ্য ধারণের ভিডিওকে খুনিদের বাংলাদেশ পুলিশ প্রশ্রয় দিচ্ছে বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।


তথ্যসূত্র

Arman Raj - Facebook Video 

Crime Patrol BD - Youtube Video