| ফ্যাক্ট চেক | ধর্মীয়
মাজার ইস্যুতে জামায়াতে ইসলামীর আমিরের নাম জড়িয়ে ‘আমার দেশ’ এর লোগো সম্বলিত ভুয়া ফটোকার্ড প্রচার
৭ সেপ্টেম্বর ২০২৫
মিথ্যা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ‘আমরা ক্ষমতায় আসলে দেশে কোন মাজার রাখবো না’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক আমার দেশের লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘আমরা ক্ষমতায় আসলে দেশে কোন মাজার রাখবো না’ শিরোনামে দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে ছড়ানো ফটোকার্ডটির প্রকাশের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে। তবে অনুসন্ধানে দৈনিক আমার দেশের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও ডা. শফিকুর রহমানের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। দৈনিক আমার দেশের ফটোকার্ডের টেক্সটের ফন্ট ও ডিজাইনের সঙ্গে আলোচিত ফটোকার্ডের পার্থক্য রয়েছে।
দৈনিক আমার দেশ আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির অনলাইন বিভাগের প্রধান রওশন জামিল প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা ফ্যাক্টকে তিনি জানান, এমন কোনো ফটোকার্ড দৈনিক আমার দেশ প্রকাশ করেনি।
এছাড়াও, আলোচিত ফটোকার্ডটির ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে যমুনা টিভি ও এখন টিভির ইউটিউব চ্যানেলে গত ৫ সেপ্টেম্বরে প্রকাশিত ভিডিওর সাথে এর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, সেদিন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে তাঁর সম্পূর্ণ বক্তব্যে মাজার নিয়ে কোনো মন্তব্য করেননি।
অর্থাৎ, ‘আমরা ক্ষমতায় আসলে দেশে কোন মাজার রাখবো না’- এমন মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান করেননি এবং একই তথ্য সম্বলিত দৈনিক আমার দেশের নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।
Topics:
মিথ্যা
১৬ নভেম্বর ২০২৫
সাতক্ষীরায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কুষ্টিয়ায় মন্দিরে অগ্নিসংযোগ বলে প্রচার
মিথ্যা
২৮ অক্টোবর ২০২৫
নেপালের ভিডিওকে বাংলাদেশে হিন্দু ছেলেকে হত্যার ঘটনা বলে প্রচার
মিথ্যা
১৪ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জের আন্না রানী দাসের হত্যাকাণ্ডের ঘটনায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই
মিথ্যা
৩০ সেপ্টেম্বর ২০২৫
মন্দিরে নামাজের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বিভ্রান্তিকর
১৩ জুলাই ২০২৫
হত্যাকাণ্ডের শিকার মুসলিম ব্যবসায়ী সোহাগকে হিন্দু বলে ভারতীয় গণমাধ্যমে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক
মাজার ইস্যুতে জামায়াতে ইসলামীর আমিরের নাম জড়িয়ে ‘আমার দেশ’ এর লোগো সম্বলিত ভুয়া ফটোকার্ড প্রচার
৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ‘আমরা ক্ষমতায় আসলে দেশে কোন মাজার রাখবো না’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক আমার দেশের লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘আমরা ক্ষমতায় আসলে দেশে কোন মাজার রাখবো না’ শিরোনামে দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে ছড়ানো ফটোকার্ডটির প্রকাশের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে। তবে অনুসন্ধানে দৈনিক আমার দেশের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্যকোনো গণমাধ্যমেও ডা. শফিকুর রহমানের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। দৈনিক আমার দেশের ফটোকার্ডের টেক্সটের ফন্ট ও ডিজাইনের সঙ্গে আলোচিত ফটোকার্ডের পার্থক্য রয়েছে।
দৈনিক আমার দেশ আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির অনলাইন বিভাগের প্রধান রওশন জামিল প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা ফ্যাক্টকে তিনি জানান, এমন কোনো ফটোকার্ড দৈনিক আমার দেশ প্রকাশ করেনি।
এছাড়াও, আলোচিত ফটোকার্ডটির ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে যমুনা টিভি ও এখন টিভির ইউটিউব চ্যানেলে গত ৫ সেপ্টেম্বরে প্রকাশিত ভিডিওর সাথে এর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, সেদিন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে তাঁর সম্পূর্ণ বক্তব্যে মাজার নিয়ে কোনো মন্তব্য করেননি।
অর্থাৎ, ‘আমরা ক্ষমতায় আসলে দেশে কোন মাজার রাখবো না’- এমন মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান করেননি এবং একই তথ্য সম্বলিত দৈনিক আমার দেশের নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।