| ফ্যাক্ট চেক
জাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো ভিন্ন ঘটনার
১৩ সেপ্টেম্বর ২০২৫
.jpg)
মিথ্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির সাথে জাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। তাছাড়া, এটি ছাত্রদল-শিবিরের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনাও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ের ভিডিও।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছে কোটা আন্দোলনকারীরা’ শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি পাওয়া যায়।
ভিডিওটি থেকে জানা যায়, এটি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পুরোনো।
তথ্যসূত্র : Ekattor TV
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:

ফ্যাক্ট চেক
জাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো ভিন্ন ঘটনার
১৩ সেপ্টেম্বর ২০২৫
.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির সাথে জাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। তাছাড়া, এটি ছাত্রদল-শিবিরের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনাও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ের ভিডিও।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছে কোটা আন্দোলনকারীরা’ শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি পাওয়া যায়।
ভিডিওটি থেকে জানা যায়, এটি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পুরোনো।
তথ্যসূত্র : Ekattor TV