| ফ্যাক্ট চেক
সামান্তার নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাসা থেকে টাকা, সোনার গয়না উদ্ধারের
১১ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই ভিডিওটি সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নগদ টাকা ও স্বর্ণ উদ্ধার করে। সেই ঘটনারই দৃশ্য এটি।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেই বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের সাবেক নেতা ক্যাসিনো সহোদর এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার ফডিআর কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর আগে সেই বছরের ১৩ জানুয়ারি সিআইডির হাতে গ্রেপ্তার হন এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়া।
এছাড়াও, দ্যা ডেইলি স্টার, যমুনা টেলিভিশন এবং বিডিনিউজ টুয়েন্টিফোরেও সেই সময়ে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও সামান্তা শারমিনের বাসা থেকে সসম্প্রতি বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের ভিডিও দাবি করে আওয়ামী লীগের সাবেক নেতার বাসা থেকে র্যাবের অভিযানে নগদ টাকা ও স্বর্ণ উদ্ধারের পুরোনো ভিডিও ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন

যমুনা টিভির এডিটেড ফটোকার্ডে প্রধান উপদেষ্টার ছবি বিকৃত করে অপপ্রচার।
.jpg)
পুলিশ হত্যার বিচার না হলে উপদেষ্টাদের গ্রেফতার করা হবে বলে কোনো ঘোষণা দেয়নি জাতিসংঘ

আরটিভি ও জনকণ্ঠের ফটোকার্ড নকল করে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার

সামান্তার নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাসা থেকে টাকা, সোনার গয়না উদ্ধারের

ফ্যাক্ট চেক
সামান্তার নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাসা থেকে টাকা, সোনার গয়না উদ্ধারের
১১ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই ভিডিওটি সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নগদ টাকা ও স্বর্ণ উদ্ধার করে। সেই ঘটনারই দৃশ্য এটি।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেই বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের সাবেক নেতা ক্যাসিনো সহোদর এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার ফডিআর কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর আগে সেই বছরের ১৩ জানুয়ারি সিআইডির হাতে গ্রেপ্তার হন এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়া।
এছাড়াও, দ্যা ডেইলি স্টার, যমুনা টেলিভিশন এবং বিডিনিউজ টুয়েন্টিফোরেও সেই সময়ে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও সামান্তা শারমিনের বাসা থেকে সসম্প্রতি বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের ভিডিও দাবি করে আওয়ামী লীগের সাবেক নেতার বাসা থেকে র্যাবের অভিযানে নগদ টাকা ও স্বর্ণ উদ্ধারের পুরোনো ভিডিও ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।