| ফ্যাক্ট চেক | জাতীয়

মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো

৪ জানুয়ারী ২০২৬


মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো
মিথ্যা

‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম’- এমন মন্তব্য করে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে আটক করে পুলিশ। এর পর সাড়ে ৭টার দিকে সংগঠনটির শতাধিক নেতা-কর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেয়।  


এরই মধ্যে, মাহদী হাসানকে ছাড়িয়ে নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হবিগঞ্জ থানায় হামলা করলে সেনাবাহিনী তাদের লাঠিচার্জ করেছে- এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  


তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওর দাবিটি সঠিক নয়। মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি করার কারণে গত বছরের জুনে সেনাবাহিনী কিছু যুবককে শাস্তি দেয়। এটি সেই ঘটনার দৃশ্য। 


ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজে গত ১২ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি করার কারণে সেনাবাহিনী কিছু যুবককে শাস্তি দেয়।


পাশাপাশি, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে মাহদী হাসানকে ছাড়িয়ে নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হবিগঞ্জ থানার সামনে অবস্থান নিলেও তারা থানায় হামলা করেছে- এমন তথ্যের সত্যতা পাওয়া যায়নি।  


উল্লেখ্য, আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আজ রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।


অর্থাৎ, মাহদী হাসানকে ছাড়িয়ে নিতে হবিগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হামলা করার দাবিটি মিথ্যা এবং একই কারণে সেনাবাহিনী তাদের লাঠিচার্জ করেছে বলে ছড়ানো ভিডিওটি গত বছরের।


তথ্যসূত্র

  • দৈনিক জনকণ্ঠ



Topics:

মিথ্যা Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
১৪ জানুয়ারী ২০২৬

পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
মিথ্যা
১২ জানুয়ারী ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ

হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
মিথ্যা
২২ ডিসেম্বর ২০২৫

হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ

খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
২০ ডিসেম্বর ২০২৫

খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়

রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া

হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
মিথ্যা
৭ ডিসেম্বর ২০২৫

হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!



মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো

ফ্যাক্ট চেক

মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো

৪ জানুয়ারী ২০২৬

<p>মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো<br /></p>

‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম’- এমন মন্তব্য করে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে আটক করে পুলিশ। এর পর সাড়ে ৭টার দিকে সংগঠনটির শতাধিক নেতা-কর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেয়।  


এরই মধ্যে, মাহদী হাসানকে ছাড়িয়ে নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হবিগঞ্জ থানায় হামলা করলে সেনাবাহিনী তাদের লাঠিচার্জ করেছে- এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  


তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওর দাবিটি সঠিক নয়। মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি করার কারণে গত বছরের জুনে সেনাবাহিনী কিছু যুবককে শাস্তি দেয়। এটি সেই ঘটনার দৃশ্য। 


ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজে গত ১২ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি করার কারণে সেনাবাহিনী কিছু যুবককে শাস্তি দেয়।


পাশাপাশি, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে মাহদী হাসানকে ছাড়িয়ে নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হবিগঞ্জ থানার সামনে অবস্থান নিলেও তারা থানায় হামলা করেছে- এমন তথ্যের সত্যতা পাওয়া যায়নি।  


উল্লেখ্য, আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আজ রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।


অর্থাৎ, মাহদী হাসানকে ছাড়িয়ে নিতে হবিগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হামলা করার দাবিটি মিথ্যা এবং একই কারণে সেনাবাহিনী তাদের লাঠিচার্জ করেছে বলে ছড়ানো ভিডিওটি গত বছরের।


তথ্যসূত্র

  • দৈনিক জনকণ্ঠ