| ফ্যাক্ট চেক | জাতীয়
খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভিন্ন ঘটনার
২৮ সেপ্টেম্বর ২০২৫
মিথ্যা
সম্প্রতি খাগড়াছড়িতে অবরোধ চলাকালে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে—পাহাড়ি আদিবাসীরা খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দিয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি খাগড়াছড়ির কোনো ঘটনার নয়। এটি গত ২৮ আগস্টের দিনাজপুরের শহরের ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্ক রিসোর্টে তৌহিদী জনতার বিক্ষোভের সময় তোলা। ওই দিন বিক্ষুব্ধরা রিসোর্টের বিভিন্ন কাঠামোয় আগুন লাগিয়েছিল। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটি সেই ঘটনারই দৃশ্য।
ভিডিওতে থাকা সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ বাংলাদেশের (ইউএনবি) লোগোর সূত্রে অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গত ২৯ আগস্ট প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়। এর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২৮ আগস্ট দিনাজপুর শহরের জীবন মহল নামের একটি বিনোদন পার্ক রিসোর্টে বিক্ষুব্ধ তৌহিদী জনতা হামলা চালায় এবং বিভিন্ন কাঠামোয় আগুন দেয়। সেদিনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইউনাইটড নিউজ বাংলাদেশের (ইউএনবি) ফেসবুক পেজেও গত ২৯ আগস্ট একই ভিডিও পাওয়া গিয়েছে।
খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার বিষয়ে নিশ্চিত হতে বাংলাফ্যাক্ট দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, ‘খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার তথ্যটি মিথ্যা।’
অর্থাৎ, খাগড়াছড়িতে মডেল মসজিদে আগুন দেয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র:
Topics:
১৪ জানুয়ারী ২০২৬
পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
মিথ্যা
১২ জানুয়ারী ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
মিথ্যা
৪ জানুয়ারী ২০২৬
মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো
মিথ্যা
২২ ডিসেম্বর ২০২৫
হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
২০ ডিসেম্বর ২০২৫
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক
খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভিন্ন ঘটনার
২৮ সেপ্টেম্বর ২০২৫
সম্প্রতি খাগড়াছড়িতে অবরোধ চলাকালে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে—পাহাড়ি আদিবাসীরা খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দিয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি খাগড়াছড়ির কোনো ঘটনার নয়। এটি গত ২৮ আগস্টের দিনাজপুরের শহরের ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্ক রিসোর্টে তৌহিদী জনতার বিক্ষোভের সময় তোলা। ওই দিন বিক্ষুব্ধরা রিসোর্টের বিভিন্ন কাঠামোয় আগুন লাগিয়েছিল। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটি সেই ঘটনারই দৃশ্য।
ভিডিওতে থাকা সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ বাংলাদেশের (ইউএনবি) লোগোর সূত্রে অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গত ২৯ আগস্ট প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়। এর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২৮ আগস্ট দিনাজপুর শহরের জীবন মহল নামের একটি বিনোদন পার্ক রিসোর্টে বিক্ষুব্ধ তৌহিদী জনতা হামলা চালায় এবং বিভিন্ন কাঠামোয় আগুন দেয়। সেদিনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইউনাইটড নিউজ বাংলাদেশের (ইউএনবি) ফেসবুক পেজেও গত ২৯ আগস্ট একই ভিডিও পাওয়া গিয়েছে।
খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার বিষয়ে নিশ্চিত হতে বাংলাফ্যাক্ট দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, ‘খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার তথ্যটি মিথ্যা।’
অর্থাৎ, খাগড়াছড়িতে মডেল মসজিদে আগুন দেয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র: