| ফ্যাক্ট চেক | রাজনীতি
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
৩০ নভেম্বর ২০২৫
ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ ‘বর্তমান বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, 'বর্তমান বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!' - এমন মন্তব্য ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ করেননি। তাছাড়া, বাংলাদেশ টাইমসও এই শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
মূলত, বাংলাদেশ টাইমস এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৬ নভেম্বর ‘বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত: রাষ্ট্রদূত রুডিগার’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ টাইমস এর ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত। তিনি বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে দীর্ঘমেয়াদে আরো ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে বলেও মনে করেন তিনি। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।’
অর্থাৎ, বাংলাদেশ টাইমস এর ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এর নামে মিথ্যা মন্তব্য প্রচার করা হয়েছে।
Topics:
banglafact বাংলা ফ্যাক্ট
আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
আওয়ামী লীগ নেতার সন্তানকে বিএনপির কর্মীরা হত্যা করেনি, ভিডিওটি সাজানো
মির্জা আব্বাসের সঙ্গে হাদি হত্যার প্রধান আসামীর ছবিটি এআই-সৃষ্ট
মির্জা ফখরুল সম্প্রতি মিছিলের মধ্যে অসুস্থ হন নি, ছড়ানো ভিডিওটি পুরোনো
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
৩০ নভেম্বর ২০২৫
ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ ‘বর্তমান বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, 'বর্তমান বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!' - এমন মন্তব্য ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ করেননি। তাছাড়া, বাংলাদেশ টাইমসও এই শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
মূলত, বাংলাদেশ টাইমস এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৬ নভেম্বর ‘বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত: রাষ্ট্রদূত রুডিগার’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ টাইমস এর ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত। তিনি বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে দীর্ঘমেয়াদে আরো ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে বলেও মনে করেন তিনি। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।’
অর্থাৎ, বাংলাদেশ টাইমস এর ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এর নামে মিথ্যা মন্তব্য প্রচার করা হয়েছে।