| ফ্যাক্ট চেক
জুলাই যোদ্ধার নয়, এই ভিডিওটি আ. লীগের সাবেক এমপির বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার
২ জুলাই ২০২৫
.jpg)
মিথ্যা
সম্প্রতি সেনাবাহিনী এক জুলাই যোদ্ধার কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচার করা হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি কোনো জুলাই যোদ্ধার কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধারের ঘটনার নয়। বরং এটি আওয়ামী লীগের সাবেক এমপি রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার ভিডিও।
ভিডিওতে থাকা নাগরিক টিভির লোগোর সূত্রে অনুসন্ধানে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে গত ১৫ জুনে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, গত ১৫ জুন সাতক্ষীরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের (এমপি) বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম।
পরবর্তীতে দেশের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানে একই তারিখে প্রকাশিত প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এসব গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় রিফাত আমিনের ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।
অর্থাৎ, এক্সে ছড়ানো ফুটেজের দাবিটি মিথ্যা।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:

ফ্যাক্ট চেক
জুলাই যোদ্ধার নয়, এই ভিডিওটি আ. লীগের সাবেক এমপির বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার
২ জুলাই ২০২৫
.jpg)
সম্প্রতি সেনাবাহিনী এক জুলাই যোদ্ধার কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচার করা হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি কোনো জুলাই যোদ্ধার কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধারের ঘটনার নয়। বরং এটি আওয়ামী লীগের সাবেক এমপি রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার ভিডিও।
ভিডিওতে থাকা নাগরিক টিভির লোগোর সূত্রে অনুসন্ধানে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে গত ১৫ জুনে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, গত ১৫ জুন সাতক্ষীরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের (এমপি) বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম।
পরবর্তীতে দেশের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানে একই তারিখে প্রকাশিত প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এসব গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় রিফাত আমিনের ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।
অর্থাৎ, এক্সে ছড়ানো ফুটেজের দাবিটি মিথ্যা।