| ফ্যাক্ট চেক

যুবকের কাঁধে জখমের ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য

১০ জুলাই ২০২৫


মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে কোদালের আঘাতে কাঁধে রক্তাক্ত জখম নিয়ে একজন যুবককে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, এটি জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি কর্তৃক সংঘটিত অত্যাচারের ঘটনার ভিডিও।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং ভারতের একটি গানের দৃশ্য ধারণের সময়কার ফুটেজ।


ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘Kashyap up35k’’ নামে ইউটিউব চ্যানেলে গত ১ জুলাইয়ে প্রকাশিত ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওর শিরোনামে লেখা আছে, এটি একটি নতুন গানের দৃশ্য ধারণের ভিডিও।
এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর শেষের দিকে সিনেমার শুটিং সেটে ব্যবহৃত একটি ক্যামেরার সেটআপ রয়েছে। পাশাপাশি ইউটিউব চ্যানেলটিতে এমন আরও কিছু শুটিং সেটের ভিডিও পাওয়া গেছে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, আলোচিত ভিডিওটি গানের দৃশ্য ধারণের ফুটেজ।


অর্থাৎ, ভারতের একটি গানের দৃশ্য ধারণের ভিডিওকে জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি'র অত্যাচারের বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

যুবকের কাঁধে জখমের ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য

১০ জুলাই ২০২৫

যুবকের কাঁধে জখমের ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে কোদালের আঘাতে কাঁধে রক্তাক্ত জখম নিয়ে একজন যুবককে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, এটি জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি কর্তৃক সংঘটিত অত্যাচারের ঘটনার ভিডিও।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং ভারতের একটি গানের দৃশ্য ধারণের সময়কার ফুটেজ।


ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘Kashyap up35k’’ নামে ইউটিউব চ্যানেলে গত ১ জুলাইয়ে প্রকাশিত ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওর শিরোনামে লেখা আছে, এটি একটি নতুন গানের দৃশ্য ধারণের ভিডিও।
এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর শেষের দিকে সিনেমার শুটিং সেটে ব্যবহৃত একটি ক্যামেরার সেটআপ রয়েছে। পাশাপাশি ইউটিউব চ্যানেলটিতে এমন আরও কিছু শুটিং সেটের ভিডিও পাওয়া গেছে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, আলোচিত ভিডিওটি গানের দৃশ্য ধারণের ফুটেজ।


অর্থাৎ, ভারতের একটি গানের দৃশ্য ধারণের ভিডিওকে জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি'র অত্যাচারের বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।