| ফ্যাক্ট চেক
অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি পুরোনো
১৯ আগস্ট ২০২৫

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গত ৬ ফেব্রুয়ারি কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এটি সেই ঘটনার দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান জাগোনিউজ টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
দ্য ডেইলি স্টার, দেশ টিভি, দৈনিক ইত্তেফাকসহ একাধিক গণমাধ্যমে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: এখানে, এখানে, এখানে, এখানে
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:

ফ্যাক্ট চেক
অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি পুরোনো
১৯ আগস্ট ২০২৫

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গত ৬ ফেব্রুয়ারি কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এটি সেই ঘটনার দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান জাগোনিউজ টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
দ্য ডেইলি স্টার, দেশ টিভি, দৈনিক ইত্তেফাকসহ একাধিক গণমাধ্যমে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: এখানে, এখানে, এখানে, এখানে