| ফ্যাক্ট চেক | রাজনীতি

জয়কে ট্রাম্পের আমন্ত্রণের দাবিটি মিথ্যা, ছবিটি এআই-সৃষ্ট

১৩ ডিসেম্বর ২০২৫


জয়কে ট্রাম্পের আমন্ত্রণের দাবিটি মিথ্যা, ছবিটি এআই-সৃষ্ট
মিথ্যা

সম্প্রতি ‘জয়কে হোয়াইট হাউসে আমন্ত্রণ, ‘ট্রাম্পের মোড় ঘুরতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি’ শিরোনামে ডোনাল্ড ট্রাম্প ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আদতে গজব ভিশন নামের একটি সার্কাজম পেজ থেকে বিনোদনের উদ্দেশ্যে ফটোকার্ডটি প্রথম প্রচার করা হয়। পরবর্তীতে সেটি বাস্তব ঘটনা দাবিতে ছড়িয়ে পড়ে।


আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘gojobvision’ নামের একটি লোগো দেখা যায়। এই লোগোর সূত্রধরে Gojob Vision নামের পেজের মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি আসলে একটি সার্কাজম বা ব্যাঙ্গাত্মক-ধর্মী পেজ। এই পেজ থেকে বিনোদনের উদ্দেশ্যে নিয়মিত বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক কনটেন্ট পোস্ট করা হয়।


তাছাড়া, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোন সূত্রে জয়কে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ সম্পর্কিত কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।


পরবর্তীতে, আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে একাধিক এআই-জনিত অসঙ্গতি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ ডিটেক্টে ছবিটি পরীক্ষা করলে এটি এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ বলে জানানো হয়।


অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।





Topics:



হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
মিথ্যা
৭ ডিসেম্বর ২০২৫

হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের

ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
৩০ নভেম্বর ২০২৫

ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
২৮ নভেম্বর ২০২৫

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

একাত্তর টিভির ফটোকার্ড নকল করে 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
২৪ নভেম্বর ২০২৫

একাত্তর টিভির ফটোকার্ড নকল করে 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার

বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
বিভ্রান্তিকর
২৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!



জয়কে ট্রাম্পের আমন্ত্রণের দাবিটি মিথ্যা, ছবিটি এআই-সৃষ্ট

ফ্যাক্ট চেক

জয়কে ট্রাম্পের আমন্ত্রণের দাবিটি মিথ্যা, ছবিটি এআই-সৃষ্ট

১৩ ডিসেম্বর ২০২৫

<p>জয়কে ট্রাম্পের আমন্ত্রণের দাবিটি মিথ্যা, ছবিটি এআই-সৃষ্ট<br /></p>

সম্প্রতি ‘জয়কে হোয়াইট হাউসে আমন্ত্রণ, ‘ট্রাম্পের মোড় ঘুরতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি’ শিরোনামে ডোনাল্ড ট্রাম্প ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আদতে গজব ভিশন নামের একটি সার্কাজম পেজ থেকে বিনোদনের উদ্দেশ্যে ফটোকার্ডটি প্রথম প্রচার করা হয়। পরবর্তীতে সেটি বাস্তব ঘটনা দাবিতে ছড়িয়ে পড়ে।


আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘gojobvision’ নামের একটি লোগো দেখা যায়। এই লোগোর সূত্রধরে Gojob Vision নামের পেজের মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি আসলে একটি সার্কাজম বা ব্যাঙ্গাত্মক-ধর্মী পেজ। এই পেজ থেকে বিনোদনের উদ্দেশ্যে নিয়মিত বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক কনটেন্ট পোস্ট করা হয়।


তাছাড়া, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোন সূত্রে জয়কে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ সম্পর্কিত কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।


পরবর্তীতে, আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে একাধিক এআই-জনিত অসঙ্গতি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ ডিটেক্টে ছবিটি পরীক্ষা করলে এটি এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ বলে জানানো হয়।


অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।