| ফ্যাক্ট চেক | জাতীয়
বাংলাদেশ নিয়ে র্যাব সদস্যের মন্তব্যের ভিডিওটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি
৩ জুলাই ২০২৫
মিথ্যা
সম্প্রতি, র্যাবের একজন সদস্য ‘‘দেশটা আপনার বাপের সম্পত্তি না” এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
ভিডিওতে একজন র্যাবের পোশাক পরিহিত সদস্যকে রাস্তায় হেটে আসতে আসতে বলতে শোনা যায়, ‘দেশটা আপনার বাপের সম্পত্তি না, এইটা আমাদের সবার। লুটপাট বন্ধ করেন ভাই, দিন শেষ হইছে। চেয়ারটা সাময়িক ভাই, কিন্তু বদনামটা চিরস্থায়ী। কিছু তো লজ্জা করেন।’
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব নয়। বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটির ডানদিকে নিচে ‘Veo’ লেখা দেখতে পাওয়া যায়। ‘Veo’ লিখে গুগলে সার্চ করে জানা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়।
এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি কি না তা জানতে বাংলাফ্যাক্ট একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কন্টেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করেছে। ভিডিওটি হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ।
অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি ভিডিওকে বাস্তব দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Topics:
১৪ জানুয়ারী ২০২৬
পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
মিথ্যা
১২ জানুয়ারী ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
মিথ্যা
৪ জানুয়ারী ২০২৬
মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো
মিথ্যা
২২ ডিসেম্বর ২০২৫
হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
২০ ডিসেম্বর ২০২৫
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক
বাংলাদেশ নিয়ে র্যাব সদস্যের মন্তব্যের ভিডিওটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি
৩ জুলাই ২০২৫
সম্প্রতি, র্যাবের একজন সদস্য ‘‘দেশটা আপনার বাপের সম্পত্তি না” এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
ভিডিওতে একজন র্যাবের পোশাক পরিহিত সদস্যকে রাস্তায় হেটে আসতে আসতে বলতে শোনা যায়, ‘দেশটা আপনার বাপের সম্পত্তি না, এইটা আমাদের সবার। লুটপাট বন্ধ করেন ভাই, দিন শেষ হইছে। চেয়ারটা সাময়িক ভাই, কিন্তু বদনামটা চিরস্থায়ী। কিছু তো লজ্জা করেন।’
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব নয়। বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটির ডানদিকে নিচে ‘Veo’ লেখা দেখতে পাওয়া যায়। ‘Veo’ লিখে গুগলে সার্চ করে জানা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়।
এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি কি না তা জানতে বাংলাফ্যাক্ট একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কন্টেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করেছে। ভিডিওটি হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ।
অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি ভিডিওকে বাস্তব দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।