| ফ্যাক্ট চেক | জাতীয়
অপরাধীদের পুলিশ প্রশ্রয় দেওয়ার ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য
২ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, খুনিরা খুন করে লাশ জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর পুলিশ সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছে।
তবে এই দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের দৃশ্য ধারণের ফুটেজ।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে, ‘Arman Raj’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ক্রাইম পেট্রোল নামে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি নাটিকার দৃশ্য। যেটি প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলা-তে প্রচারিত হয়।
‘Arman Raj’ নামে ফেসবুক অ্যাকাউন্টটিতে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত আরেকটি পোস্টের ছবিতে পুলিশের পোশাকে একই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এই পোস্টের ক্যাপশনে লেখা, ‘আসামী ধরতে যাচ্ছি। ATN Bangla নিয়মিত ধারাবাহিক "ক্রাইম পেট্রোল" এর শুটিং স্পট থেকে।’
এই ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের পোশাকে একই ব্যক্তির একাধিক (১, ২, ৩) সেলফি ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওতেও তিনি ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের শুটিং স্পটে থাকার কথা উল্লেখ করেন।
তাছাড়া, ‘ক্রাইম পেট্রল বিডি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও ভিডিওতে থাকা ব্যক্তিকে একাধিক নাটিকাতে (১, ২) অভিনয় করতে দেখা গিয়েছে।
অর্থাৎ, ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের দৃশ্য ধারণের ভিডিওকে খুনিদের বাংলাদেশ পুলিশ প্রশ্রয় দিচ্ছে বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
Arman Raj - Facebook Video
Crime Patrol BD - Youtube Video
Topics:
পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো
হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
উগ্রবাদী হামলায় না, বিএনপি নেতা খুনের জেরে নারী ফুটবলারের পরিবারে হামলা
২০২৩ সালের ভিডিও দিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভের মিথ্যা দাবি
শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর করুণ পরিস্থিতি বলে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি
ফ্যাক্ট চেক
অপরাধীদের পুলিশ প্রশ্রয় দেওয়ার ভিডিওটি আসল নয়, শুটিংয়ের দৃশ্য
২ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, খুনিরা খুন করে লাশ জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর পুলিশ সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছে।
তবে এই দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের দৃশ্য ধারণের ফুটেজ।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে, ‘Arman Raj’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ক্রাইম পেট্রোল নামে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি নাটিকার দৃশ্য। যেটি প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলা-তে প্রচারিত হয়।
‘Arman Raj’ নামে ফেসবুক অ্যাকাউন্টটিতে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত আরেকটি পোস্টের ছবিতে পুলিশের পোশাকে একই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এই পোস্টের ক্যাপশনে লেখা, ‘আসামী ধরতে যাচ্ছি। ATN Bangla নিয়মিত ধারাবাহিক "ক্রাইম পেট্রোল" এর শুটিং স্পট থেকে।’
এই ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের পোশাকে একই ব্যক্তির একাধিক (১, ২, ৩) সেলফি ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওতেও তিনি ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের শুটিং স্পটে থাকার কথা উল্লেখ করেন।
তাছাড়া, ‘ক্রাইম পেট্রল বিডি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও ভিডিওতে থাকা ব্যক্তিকে একাধিক নাটিকাতে (১, ২) অভিনয় করতে দেখা গিয়েছে।
অর্থাৎ, ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের দৃশ্য ধারণের ভিডিওকে খুনিদের বাংলাদেশ পুলিশ প্রশ্রয় দিচ্ছে বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
Arman Raj - Facebook Video
Crime Patrol BD - Youtube Video