| ফ্যাক্ট চেক | জাতীয়
হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়নি, রান্নাঘর থেকে আগুন লেগেছে
১১ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে, হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্ত তৌহিদী জনতা আগুন দিয়েছে।
তবে দাবিটি সত্য নয়। হবিগঞ্জ ইসকন মন্দিরে অগ্নিকান্ডের সূত্রপাত হয় মূলত রান্নাঘরে দুর্ঘটনা থেকে।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে ‘Dinrat News।দিনরাত নিউজ’ নামে একটি ফেসবুক পেজে গতকাল সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, হবিগঞ্জ শহরের বগলাবাজারে ইসকন মন্দিরে গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মন্দিরের রান্নাঘরে রাধুনিরা রান্নার সময়ে অসাবধান বশত কড়াইয়ে তেল পড়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে রান্নাঘরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
দৈনিক যায়যায়দিনের ওয়েবসাইটে গতকাল সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
বিষয়টির আরও সত্যতা যাচাই করতে বাংলাফ্যাক্ট টিমের পক্ষ থেকে হবিগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হয়। এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘মন্দিরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার বিষয়টি গুজব। রান্নার সময় রান্নাঘর থেকে আগুঞ্জ লাগে।’
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
Topics:
পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো
হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
The victim is not Hindu. She is a Muslim.
নোয়াখালী সংঘর্ষের ঘটনায় পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি
হাটহাজারিতে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হননি, ফেসবুকে কিছু একাউন্ট ও পেইজ থেকে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য
ডিবিসি ও একাত্তর টিভির ফটোকার্ড সম্পাদনা করে প্রেস সচিবের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক
হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়নি, রান্নাঘর থেকে আগুন লেগেছে
১১ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে, হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্ত তৌহিদী জনতা আগুন দিয়েছে।
তবে দাবিটি সত্য নয়। হবিগঞ্জ ইসকন মন্দিরে অগ্নিকান্ডের সূত্রপাত হয় মূলত রান্নাঘরে দুর্ঘটনা থেকে।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে ‘Dinrat News।দিনরাত নিউজ’ নামে একটি ফেসবুক পেজে গতকাল সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, হবিগঞ্জ শহরের বগলাবাজারে ইসকন মন্দিরে গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মন্দিরের রান্নাঘরে রাধুনিরা রান্নার সময়ে অসাবধান বশত কড়াইয়ে তেল পড়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে রান্নাঘরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
দৈনিক যায়যায়দিনের ওয়েবসাইটে গতকাল সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
বিষয়টির আরও সত্যতা যাচাই করতে বাংলাফ্যাক্ট টিমের পক্ষ থেকে হবিগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হয়। এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘মন্দিরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার বিষয়টি গুজব। রান্নার সময় রান্নাঘর থেকে আগুঞ্জ লাগে।’
অর্থাৎ, দাবিটি মিথ্যা।