| ফ্যাক্ট চেক | জাতীয়
আফগানিস্তান বিষয়ক তথ্যচিত্রের দৃশ্যকে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ বলে প্রচার
২৪ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয় যে, ৫ আগস্টের পর থানায় লুট হওয়া অস্ত্র দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কিন্তু ভিডিওটি বাংলাদেশের নয়। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান আল জাজিরা আফগানিস্তানের আই-এস-আই-এল এবং তা-লেবান নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করে। এটি সেই তথ্যচিত্রের দৃশ্য।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে ‘আল জাজিরার’ ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২ নভেম্বর প্রকাশিত তথ্যচিত্রে একই দৃশ্য পাওয়া যায়। এটি আফগানিস্তানের আই-এস-আই-এল এবং তা-লেবান নিয়ে আল জাজিরার একটি বিশেষ তথ্যচিত্র।
তথ্যচিত্রটি আল জাজিরার ওয়েবসাইটেও তখন প্রকাশিত হয়।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
Topics:
মিথ্যা Bangla Fact বাংলা ফ্যাক্ট জঙ্গি
পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো
হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
100%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক
আফগানিস্তান বিষয়ক তথ্যচিত্রের দৃশ্যকে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ বলে প্রচার
২৪ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয় যে, ৫ আগস্টের পর থানায় লুট হওয়া অস্ত্র দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কিন্তু ভিডিওটি বাংলাদেশের নয়। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান আল জাজিরা আফগানিস্তানের আই-এস-আই-এল এবং তা-লেবান নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করে। এটি সেই তথ্যচিত্রের দৃশ্য।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে ‘আল জাজিরার’ ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২ নভেম্বর প্রকাশিত তথ্যচিত্রে একই দৃশ্য পাওয়া যায়। এটি আফগানিস্তানের আই-এস-আই-এল এবং তা-লেবান নিয়ে আল জাজিরার একটি বিশেষ তথ্যচিত্র।
তথ্যচিত্রটি আল জাজিরার ওয়েবসাইটেও তখন প্রকাশিত হয়।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।