| ফ্যাক্ট চেক | জাতীয়
সহিংসতার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
১৪ সেপ্টেম্বর ২০২৫
মিথ্যা
নৃশংস সহিংসতার একটি ভিডিও বাংলাদেশের ঘটনা দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের প্রতাপগড়ে জমি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের সংঘাতের ঘটনার ভিডিও।
আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর-এর ওয়েবসাইটে গত ২৯ জুন ‘प्रतापगढ़ में जमीन विवाद में फावड़े से हमला, VIDEO:युवक का सिर फटा, 5 लोग घायल; 3 आरोपी हिरासत में’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
এ প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের প্রতাপগড়ের আসপুর দেবসরা থানা এলাকার বিঝলা গ্রামে হীরা যাদব এবং তার প্রতিবেশী বীরেন্দ্র যাদবের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহিংসতার ঘটনা ঘটে। সংঘাতের সময় বীরেন্দ্র যাদবের পক্ষের লোকজন হীরা যাদবের ওপর কোদাল দিয়ে আঘাত করে। এতে হীরা যাদবের মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে এ ঘটনাটি ভারতের বলে জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
১৪ জানুয়ারী ২০২৬
পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
মিথ্যা
১২ জানুয়ারী ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
মিথ্যা
৪ জানুয়ারী ২০২৬
মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো
মিথ্যা
২২ ডিসেম্বর ২০২৫
হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
২০ ডিসেম্বর ২০২৫
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক
সহিংসতার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
১৪ সেপ্টেম্বর ২০২৫
নৃশংস সহিংসতার একটি ভিডিও বাংলাদেশের ঘটনা দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের প্রতাপগড়ে জমি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের সংঘাতের ঘটনার ভিডিও।
আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর-এর ওয়েবসাইটে গত ২৯ জুন ‘प्रतापगढ़ में जमीन विवाद में फावड़े से हमला, VIDEO:युवक का सिर फटा, 5 लोग घायल; 3 आरोपी हिरासत में’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
এ প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের প্রতাপগড়ের আসপুর দেবসরা থানা এলাকার বিঝলা গ্রামে হীরা যাদব এবং তার প্রতিবেশী বীরেন্দ্র যাদবের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহিংসতার ঘটনা ঘটে। সংঘাতের সময় বীরেন্দ্র যাদবের পক্ষের লোকজন হীরা যাদবের ওপর কোদাল দিয়ে আঘাত করে। এতে হীরা যাদবের মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে এ ঘটনাটি ভারতের বলে জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।