| ফ্যাক্ট চেক | ধর্মীয়

বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’

২৮ ডিসেম্বর ২০২৫


বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’
মিথ্যা

গত ২৬ ডিসেম্বর ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের হামলায় কনসার্ট পণ্ড হয়। সঙ্গীতশিল্পী জেমসকে নিয়ে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। এ হামলাকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’ বলে দাবি করেছে। তবে দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কনসার্টে প্রবেশের সুযোগ ও বসার জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ বহিরাগতরা এই হামলা চালায়।


এ বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ছিল। সেখানে বহিরাগতদের প্রবেশের সুযোগ ছিল না। অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক সংগীতশিল্পী জেমসের কথা শুনে চলে আসেন। পরে আয়োজক কমিটির পক্ষে বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে রাত সাড়ে নয়টার দিকে বহিরাগতরা দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় স্কুল প্রাঙ্গণের দর্শক ও মঞ্চের দিকে একের পর এক ইটপাটকেল ছুড়তে থাকেন। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা দিলে তাঁরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাঁদের ছোড়া ইটপাটকেলে স্কুল প্রাঙ্গণের ২৫ থেকে ৩০ জন আহত হন।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যান। এত লোককে স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়েছে। ওসি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।


ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বিবিসি বাংলাকে বলেন, “জিলা স্কুলের নিজস্ব প্রোগ্রাম। সেখানে জায়গা ছোটো। আবার বাইরে বহু লোকের ভিড় হয়ে গিয়েছিলো। তারা ভেতরে ঢুকতে না পেরে ইট পাটকেল মেরেছে। এ নিয়ে হালকা মারামারি হওয়া সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে কনসার্টটি বাতিলের নির্দেশ দিয়েছি।"


অর্থাৎ, ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এ হামলা করে। এঘটনার সাথে ‘ইসলামিস্ট মবের’ কোনো সম্পর্ক নেই। আলোচিত দাবিটি মিথ্যা।



Topics:





জুতার মালা পরা মুসলিম ব্যক্তিকে হিন্দু বলে প্রচার ভারতীয় এক্স অ্যাকাউন্টে 
মিথ্যা
৩০ ডিসেম্বর ২০২৫

জুতার মালা পরা মুসলিম ব্যক্তিকে হিন্দু বলে প্রচার ভারতীয় এক্স অ্যাকাউন্টে 


হবিগঞ্জে কমল দাসের মৃতদেহ উদ্ধার: ভারতীয় এক্স হ্যান্ডেল থেকে 'মুসলিমরা মব সৃষ্টি করে হত্যা' করেছে বলে ভুয়া তথ্য প্রচার
মিথ্যা
২৮ ডিসেম্বর ২০২৫

হবিগঞ্জে কমল দাসের মৃতদেহ উদ্ধার: ভারতীয় এক্স হ্যান্ডেল থেকে 'মুসলিমরা মব সৃষ্টি করে হত্যা' করেছে বলে ভুয়া তথ্য প্রচার

হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
মিথ্যা
২২ ডিসেম্বর ২০২৫

হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ

পাকিস্তানে মন্দির ভাঙার পুরোনো ভিডিওকে বাংলাদশের বলে প্রচার
বিভ্রান্তিকর
১০ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানে মন্দির ভাঙার পুরোনো ভিডিওকে বাংলাদশের বলে প্রচার

সাতক্ষীরায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কুষ্টিয়ায় মন্দিরে অগ্নিসংযোগ বলে প্রচার
 
মিথ্যা
১৬ নভেম্বর ২০২৫

সাতক্ষীরায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কুষ্টিয়ায় মন্দিরে অগ্নিসংযোগ বলে প্রচার

 

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!



বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’

ফ্যাক্ট চেক

বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’

২৮ ডিসেম্বর ২০২৫

<p>বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’
<br /></p>

গত ২৬ ডিসেম্বর ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের হামলায় কনসার্ট পণ্ড হয়। সঙ্গীতশিল্পী জেমসকে নিয়ে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। এ হামলাকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’ বলে দাবি করেছে। তবে দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কনসার্টে প্রবেশের সুযোগ ও বসার জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ বহিরাগতরা এই হামলা চালায়।


এ বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ছিল। সেখানে বহিরাগতদের প্রবেশের সুযোগ ছিল না। অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক সংগীতশিল্পী জেমসের কথা শুনে চলে আসেন। পরে আয়োজক কমিটির পক্ষে বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে রাত সাড়ে নয়টার দিকে বহিরাগতরা দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় স্কুল প্রাঙ্গণের দর্শক ও মঞ্চের দিকে একের পর এক ইটপাটকেল ছুড়তে থাকেন। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা দিলে তাঁরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাঁদের ছোড়া ইটপাটকেলে স্কুল প্রাঙ্গণের ২৫ থেকে ৩০ জন আহত হন।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যান। এত লোককে স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়েছে। ওসি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।


ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বিবিসি বাংলাকে বলেন, “জিলা স্কুলের নিজস্ব প্রোগ্রাম। সেখানে জায়গা ছোটো। আবার বাইরে বহু লোকের ভিড় হয়ে গিয়েছিলো। তারা ভেতরে ঢুকতে না পেরে ইট পাটকেল মেরেছে। এ নিয়ে হালকা মারামারি হওয়া সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে কনসার্টটি বাতিলের নির্দেশ দিয়েছি।"


অর্থাৎ, ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এ হামলা করে। এঘটনার সাথে ‘ইসলামিস্ট মবের’ কোনো সম্পর্ক নেই। আলোচিত দাবিটি মিথ্যা।