| ফ্যাক্ট চেক | রাজনীতি

আরটিভির ফটোকার্ড নকল করে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার

১৬ ডিসেম্বর ২০২৫


আরটিভির ফটোকার্ড নকল করে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চে'র মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। হাদী’র ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।


তবে এরই মধ্যে, ‘ওসমান হাদির উপরে গুলি বর্ষণ কারি জামায়াত - শিবিরের রাজনীতির সাথে জড়িত : ডিএমপি কমিশনার’ অর্থাৎ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্য দাবিতে আরটিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘ওসমান হাদির উপরে গুলি বর্ষণ কারি জামায়াত - শিবিরের রাজনীতির সাথে জড়িত : ডিএমপি কমিশনার’ শিরোনামে বা তথ্য কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি আরটিভি। তাছাড়া, এমন কোনো মন্তব্য করেননি ডিএমপি কমিশনার।


মূলত, আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে ১৩ ডিসেম্বর ‘হাদিকে গুলি করা ব্যক্তিদের শনাক্ত করে ফেলেছে পুলিশ : ডিএমপি কমিশনার’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। আলোচিত দাবিতে ছড়ানো ফটোকার্ডটির সঙ্গে আরটিভি'র প্রচলিত ফটোকার্ডের ফন্টেরও পার্থক্য লক্ষ্য করা যায়।


এই বিষয়ে আরও নিশ্চিত হতে আলোচিত ফটোকার্ডটির বিষয়ে জানতে চাইলে আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ বাংলাফ্যাক্টকে বলেন, ‘এই ফটোকার্ড আরটিভির না ৷ আরটিভির সঙ্গে এ ফটোকার্ডের সম্পর্ক নেই, এটা ভুয়া।’


অর্থাৎ, আরটিভির ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ডিএমপি কমিশনারের নামে মিথ্যা মন্তব্য প্রচার করা হয়েছে।


উল্লেখ্য, এই ফেক ফটোকার্ড দেখে রাজনীতিবিদরাও বিভ্রান্ত হচ্ছেন বলে প্রমাণ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে এক সমাবেশে রুহুল কবির রিজভীর বলেন, 'আপনি ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রনেতা! এখন আজকে পুলিশ কমিশনার বলছে— যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে সে জামায়াত-শিবিরের লোক। এটা বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না। এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছে, যারা রাষ্ট্রের আইনের স্বীকৃত সংস্থা তারা বলেছে।' তাঁর বক্তব্যে আলোচিত বিকৃত ফটোকার্ডের প্রভাব টের পাওয়া যায়।





Topics:



হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের
মিথ্যা
৭ ডিসেম্বর ২০২৫

হাসিনা-পুতিনের বৈঠকের ভিডিওটি ২০১৩ সালের

ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
৩০ নভেম্বর ২০২৫

ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
২৮ নভেম্বর ২০২৫

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

একাত্তর টিভির ফটোকার্ড নকল করে 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
২৪ নভেম্বর ২০২৫

একাত্তর টিভির ফটোকার্ড নকল করে 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার

বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার
বিভ্রান্তিকর
২৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশের ভূমিকম্পের ঘটনায় পুরোনো ও এআই-সৃষ্ট দৃশ্যের প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!



আরটিভির ফটোকার্ড নকল করে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার

ফ্যাক্ট চেক

আরটিভির ফটোকার্ড নকল করে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার

১৬ ডিসেম্বর ২০২৫

<p 1=""><span style="font-family: Arial, sans-serif; color: rgb(0, 0, 0); background-color: transparent; font-variant: normal; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap; font-size: 18px;">আরটিভির ফটোকার্ড নকল করে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার</span>
<br /></p>

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চে'র মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। হাদী’র ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।


তবে এরই মধ্যে, ‘ওসমান হাদির উপরে গুলি বর্ষণ কারি জামায়াত - শিবিরের রাজনীতির সাথে জড়িত : ডিএমপি কমিশনার’ অর্থাৎ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্য দাবিতে আরটিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘ওসমান হাদির উপরে গুলি বর্ষণ কারি জামায়াত - শিবিরের রাজনীতির সাথে জড়িত : ডিএমপি কমিশনার’ শিরোনামে বা তথ্য কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি আরটিভি। তাছাড়া, এমন কোনো মন্তব্য করেননি ডিএমপি কমিশনার।


মূলত, আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে ১৩ ডিসেম্বর ‘হাদিকে গুলি করা ব্যক্তিদের শনাক্ত করে ফেলেছে পুলিশ : ডিএমপি কমিশনার’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। আলোচিত দাবিতে ছড়ানো ফটোকার্ডটির সঙ্গে আরটিভি'র প্রচলিত ফটোকার্ডের ফন্টেরও পার্থক্য লক্ষ্য করা যায়।


এই বিষয়ে আরও নিশ্চিত হতে আলোচিত ফটোকার্ডটির বিষয়ে জানতে চাইলে আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ বাংলাফ্যাক্টকে বলেন, ‘এই ফটোকার্ড আরটিভির না ৷ আরটিভির সঙ্গে এ ফটোকার্ডের সম্পর্ক নেই, এটা ভুয়া।’


অর্থাৎ, আরটিভির ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ডিএমপি কমিশনারের নামে মিথ্যা মন্তব্য প্রচার করা হয়েছে।


উল্লেখ্য, এই ফেক ফটোকার্ড দেখে রাজনীতিবিদরাও বিভ্রান্ত হচ্ছেন বলে প্রমাণ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে এক সমাবেশে রুহুল কবির রিজভীর বলেন, 'আপনি ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রনেতা! এখন আজকে পুলিশ কমিশনার বলছে— যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে সে জামায়াত-শিবিরের লোক। এটা বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না। এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছে, যারা রাষ্ট্রের আইনের স্বীকৃত সংস্থা তারা বলেছে।' তাঁর বক্তব্যে আলোচিত বিকৃত ফটোকার্ডের প্রভাব টের পাওয়া যায়।