| ফ্যাক্ট চেক | জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাম্প্রতিক বৈঠকের দাবি করে ছড়ানো ছবিটি পুরোনো
২৩ সেপ্টেম্বর ২০২৫
বিভ্রান্তিকর
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন- এমন দাবি করে একটি ছবি সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সম্প্রতি বৈঠকের দাবি করে ছড়ানো ছবিটি পুরোনো। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দেশের রাজনৈতিক ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদের বৈঠক করেন। এটি সেই সময়ের ছবি।
আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক কালবেলার ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সৌজন্য সাক্ষাত করেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদের দেশের রাজনৈতিক ও আইনশৃংখলা পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা নিয়ে আলোচনা করেন। সেই সময়ে জিএম কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।
এছাড়াও, দৈনিক যুগান্তর এবং দৈনিক সময়ের আলোতেও এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, দাবিটি বিভ্রান্তিকর।
Topics:
১৪ জানুয়ারী ২০২৬
পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
মিথ্যা
১২ জানুয়ারী ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ‘নিহত’ বলে গণমাধ্যমে উল্লেখ
মিথ্যা
৪ জানুয়ারী ২০২৬
মাহদীকে ছাড়াতে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী সমন্বয়কদের মারধর করেনি, ভিডিওটি পুরোনো
মিথ্যা
২২ ডিসেম্বর ২০২৫
হিজাব না পরার জন্য নয়, ফুচকার দোকানে বসা নিয়ে বাধে সংঘর্ষ
২০ ডিসেম্বর ২০২৫
খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়
রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাম্প্রতিক বৈঠকের দাবি করে ছড়ানো ছবিটি পুরোনো
২৩ সেপ্টেম্বর ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন- এমন দাবি করে একটি ছবি সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সম্প্রতি বৈঠকের দাবি করে ছড়ানো ছবিটি পুরোনো। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দেশের রাজনৈতিক ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদের বৈঠক করেন। এটি সেই সময়ের ছবি।
আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক কালবেলার ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সৌজন্য সাক্ষাত করেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদের দেশের রাজনৈতিক ও আইনশৃংখলা পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা নিয়ে আলোচনা করেন। সেই সময়ে জিএম কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।
এছাড়াও, দৈনিক যুগান্তর এবং দৈনিক সময়ের আলোতেও এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, দাবিটি বিভ্রান্তিকর।