| ফ্যাক্ট চেক
অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলেছেন ম্যাথিউ মিলার—দাবিটি মিথ্যা
২৫ আগস্ট ২০২৫
.jpg)
আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগ অবৈধ বলে বিবেচিত হয়েছে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অনতিবিলম্বে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নোটিশ পাঠানো হয়েছে—এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার করেছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শেখ হাসিনার পদত্যাগের বৈধতা নিয়ে এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ম্যাথু মিলার এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর ২০২৪ সালের ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পাশে থাকা এবং অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এটি সেই প্রেস ব্রিফিংয়ের দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইউটিউব অ্যাকাউন্টে ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, এটি ২০২৪ সালের ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথু মিলারের প্রেস ব্রিফিং। এই প্রেস ব্রিফিংয়ের ১ মিনিট ২৭ সেকেন্ড থেকে ২ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত ছড়িয়ে পড়া ভিডিওর মিল রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখেছি, প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। আমরা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে। আমরা সবাইকে অনুরোধ করব, আরও কোনো সহিংসতা থেকে বিরত থাকার জন্য। গত কয়েক সপ্তাহে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, তাই আগামী দিনগুলোয় শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমরা অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানাই এবং যেকোনো পরিবর্তন যেন বাংলাদেশের আইন অনুযায়ী হয়, তা নিশ্চিত করার অনুরোধ জানাই। সবশেষে, এই সপ্তাহের শেষ পর্যন্ত এবং গত কয়েক সপ্তাহে মানবাধিকার লঙ্ঘন, প্রাণহানি এবং আহতের খবরে আমরা অত্যন্ত দুঃখিত। যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা কষ্টে আছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’
ম্যাথু মিলার তাঁর এই বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ নিয়ে কথা বলেন এবং হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, হতাহতের ঘটনাসহ সহিংসতার খবর নিয়ে দুঃখ প্রকাশ করেন। এসব ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার কথা এবং অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানান।
ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান News9-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়।
তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগ অবৈধ বলে বিবেচিত হয়েছে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অনতিবিলম্বে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নোটিশ পাঠানো হয়েছে—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
আপনার মতামত শেয়ার করুন:
| আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্য দাবি করে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
.jpg)
লালমনিরহাটে হত্যার শিকার মুসলিম শিশুকে হিন্দু দাবিতে অপপ্রচার
.jpg)
মোহাম্মদপুরে অপরাধী ধরার পুরোনো ভিডিওকে গোপালগঞ্জে সামরিক অভিযানের দৃশ্য দাবি করে প্রচার

প্রকাশ্যে নারীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

ফ্যাক্ট চেক
অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলেছেন ম্যাথিউ মিলার—দাবিটি মিথ্যা
২৫ আগস্ট ২০২৫
.jpg)
আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগ অবৈধ বলে বিবেচিত হয়েছে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অনতিবিলম্বে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নোটিশ পাঠানো হয়েছে—এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার করেছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শেখ হাসিনার পদত্যাগের বৈধতা নিয়ে এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ম্যাথু মিলার এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর ২০২৪ সালের ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পাশে থাকা এবং অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এটি সেই প্রেস ব্রিফিংয়ের দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইউটিউব অ্যাকাউন্টে ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, এটি ২০২৪ সালের ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথু মিলারের প্রেস ব্রিফিং। এই প্রেস ব্রিফিংয়ের ১ মিনিট ২৭ সেকেন্ড থেকে ২ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত ছড়িয়ে পড়া ভিডিওর মিল রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখেছি, প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। আমরা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে। আমরা সবাইকে অনুরোধ করব, আরও কোনো সহিংসতা থেকে বিরত থাকার জন্য। গত কয়েক সপ্তাহে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, তাই আগামী দিনগুলোয় শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমরা অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানাই এবং যেকোনো পরিবর্তন যেন বাংলাদেশের আইন অনুযায়ী হয়, তা নিশ্চিত করার অনুরোধ জানাই। সবশেষে, এই সপ্তাহের শেষ পর্যন্ত এবং গত কয়েক সপ্তাহে মানবাধিকার লঙ্ঘন, প্রাণহানি এবং আহতের খবরে আমরা অত্যন্ত দুঃখিত। যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা কষ্টে আছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’
ম্যাথু মিলার তাঁর এই বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ নিয়ে কথা বলেন এবং হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, হতাহতের ঘটনাসহ সহিংসতার খবর নিয়ে দুঃখ প্রকাশ করেন। এসব ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার কথা এবং অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানান।
ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান News9-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়।
তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগ অবৈধ বলে বিবেচিত হয়েছে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অনতিবিলম্বে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নোটিশ পাঠানো হয়েছে—এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।