| ফ্যাক্ট চেক

অগ্নিকাণ্ডের ভিডিওটি ডেমরার নয়, নেপালের

১৫ সেপ্টেম্বর ২০২৫


মিথ্যা

ঢাকা ডেমরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন বাঁচাতে মানুষ বিল্ডিংয়ের ওপর থেকে লাফ দিচ্ছে - দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, অগ্নিকাণ্ডের এই ভিডিওটি বাংলাদেশের নয়, নেপালের একটি ঘটনার। তাছাড়া, ডেমরায় সম্প্রতি এমন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।


আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘OSINT Intuit’ নামক এক্স অ্যাকাউন্টে গত ৯ সেপ্টেম্বর একই ভিডিও প্রচার করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি নেপালের সাম্প্রতিক আন্দোলনের ভিডিও।

এছাডাও, ‘PK07’ নামের একটি ইউটিউব চ্যানেলেও গত ১০ সেপ্টেম্বর 'Banepa police station’ ক্যাপশনে ভিডিওটি প্রচার হতে দেখা যায়।


ভিডিওটির স্থান নিশ্চিত হওয়ার জন্য প্রাপ্ত তথ্যের সূত্র ধরে জিও লোকেশন যাচাই করে ভিডিওটি নেপালের বলে নিশ্চিত হওয়া যায়।


অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র ১. https://x.com/UKikaski/status/1965408493625635262 2. https://www.youtube.com/shorts/xphvRafsI1Y 3. https://www.youtube.com/shorts/jsb7v5rsFGY 4. https://www.youtube.com/shorts/5h0G_PKfUjg 5. Google Maps: https://maps.app.goo.gl/55WkP7wv28hiafKN9

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

আপনার মতামত শেয়ার করুন:




ফ্যাক্ট চেক

অগ্নিকাণ্ডের ভিডিওটি ডেমরার নয়, নেপালের

১৫ সেপ্টেম্বর ২০২৫

অগ্নিকাণ্ডের ভিডিওটি ডেমরার নয়, নেপালের

ঢাকা ডেমরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন বাঁচাতে মানুষ বিল্ডিংয়ের ওপর থেকে লাফ দিচ্ছে - দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।


বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, অগ্নিকাণ্ডের এই ভিডিওটি বাংলাদেশের নয়, নেপালের একটি ঘটনার। তাছাড়া, ডেমরায় সম্প্রতি এমন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।


আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘OSINT Intuit’ নামক এক্স অ্যাকাউন্টে গত ৯ সেপ্টেম্বর একই ভিডিও প্রচার করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি নেপালের সাম্প্রতিক আন্দোলনের ভিডিও।

এছাডাও, ‘PK07’ নামের একটি ইউটিউব চ্যানেলেও গত ১০ সেপ্টেম্বর 'Banepa police station’ ক্যাপশনে ভিডিওটি প্রচার হতে দেখা যায়।


ভিডিওটির স্থান নিশ্চিত হওয়ার জন্য প্রাপ্ত তথ্যের সূত্র ধরে জিও লোকেশন যাচাই করে ভিডিওটি নেপালের বলে নিশ্চিত হওয়া যায়।


অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র ১. https://x.com/UKikaski/status/1965408493625635262 2. https://www.youtube.com/shorts/xphvRafsI1Y 3. https://www.youtube.com/shorts/jsb7v5rsFGY 4. https://www.youtube.com/shorts/5h0G_PKfUjg 5. Google Maps: https://maps.app.goo.gl/55WkP7wv28hiafKN9